× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানি বাড়ায় দাম কমল আদা-রসুনের

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৬:৫৯ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৭:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে আদা ও রসুনের দাম। ভারত থেকে আমদানিকৃত আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা ও দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। রমজানের মধ্যে কম দামে এসব পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। 

রবিবার (৯ মার্চ) বিকালে হিলি বাজার ঘুরে জানা যায়, দুই সপ্তাহ আগে দেশি রসুনের কেজি ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। দাম কমে আজ তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৭০ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এক মাস আগে ভারত থেকে আমদানিকৃত আদার কেজি ছিল ১৭০ টাকা কেজি। দাম কমে পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে, খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। চলতি রমজান মাসেও কম দামে এসব পণ্য কিনতে পেরে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষদের। 

অটোচালক শামিম হোসেস বলেন, ‘গত রমজানের চেয়ে এবার রমজানে মোটামুটি আমরা স্বস্তিতে বাজারসদাই করতে পারছি। প্রায় সবজির দাম নাগালের মধ্যে। তবে গত মাসে আদা নিয়েছিলাম ১৬০ টাকা কেজি, আজ তা কিনলাম পাইকারি বাজারে ৯০ টাকা কেজি। গত বছর কিন্তু এই আদার দাম ছিল ২০০ টাকার উপর।’

ছদরুল হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে রসুনের ঝাল অনেকটা কমে গেছে। দুই সপ্তাহ আগে প্রতিকেজি ১৫০ টাকা দামে রসুন ক্রয় করেছিলাম। আজ পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে ক্রয় করলাম।’

হিলি বাজারের আদা, রসুন ও পেঁয়াজ ব্যবসায়ী মোকারম বলেন, ‘রমজানের শুরু থেকে আদা, রসুনসহ পেঁয়াজের দাম কমে যাচ্ছে। ভারত থেকে পর্যাপ্ত আদার আমদানি বৃদ্ধি এবং দেশে রসুনের ফলন দ্বিগুণ হওয়ায় এসব নিত্যপণ্যের দাম কমে যাচ্ছে। বর্তমানে রসুন পাইকারি বিক্রি করা হচ্ছে ৭০ টাকা কেজি। আদার বিক্রি করা হচ্ছে পাইকারি ৯০ টাকা কেজি। দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি  ফিরেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা