× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কের হোটেল রেস্তোরাঁয় ইএফডি স্থাপন বাধ্যতামূলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২২:০৮ পিএম

মহাসড়কের হোটেল রেস্তোরাঁয় ইএফডি স্থাপন বাধ্যতামূলক

দেশের মহাসড়কে অবস্থিত সব ভ্যাটযোগ্য হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানায় এনবিআর।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মহাসড়কের রেস্তোরাঁগুলোতে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চললেও সঠিকভাবে ভ্যাট আদায় ও সরকারি কোষাগারে জমার বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। ভোক্তারা নিয়মিত অভিযোগ করছেন, অনেক ব্যবসায়ী ভ্যাট আদায় করলেও চালান ইস্যু করেন না কিংবা যথাযথভাবে ভ্যাট জমা দেন না। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান সম্প্রতি নির্দেশনা দিয়েছেন, মহাসড়কের সব হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইএফডি/এসডিসি মেশিন স্থাপন করতে হবে।

এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে মাঠপর্যায়ের সব কমিশনারকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, মহাসড়কের হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইএফডি/এসডিসি মেশিন স্থাপনের পর প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করতে হবে, যাতে যথাযথ পরিমাণ ভ্যাট নিশ্চিতভাবে সরকারি কোষাগারে জমা হয়।

এদিকে, এনবিআরের সঙ্গে যৌথভাবে জেনেক্স আইটি গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও পরিচালনার দায়িত্ব পালন করছে। ইএফডি মেশিনের মাধ্যমে লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আইভিএএস সিস্টেমে সংযুক্ত হচ্ছে।

সরকার রাজস্ব আদায়ের স্বচ্ছতা ও কর ফাঁকি রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নতুন করদাতা চিহ্নিতকরণ, ভ্যাটের হার পরিবর্তন ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে রাজস্ব প্রশাসনকে আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের করদাতাদের প্রতি সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তাদের উদ্দেশে এনবিআর অনুরোধ করেছে, মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় কেনাকাটা বা খাদ্য গ্রহণের পর ইলেকট্রনিক ভ্যাট চালান বা রসিদ সংগ্রহ নিশ্চিত করতে হবে। যারা ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট পরিশোধ করবেন, তারা প্রতি মাসে এনবিআরের লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে শতাধিক পুরস্কার দেওয়া হবে।

সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 

প্রসঙ্গত, ইএফডি বা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস হলো একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক মেশিন, যা ভ্যাট (মূল্য সংযোজন কর) ও কর প্রশাসনকে স্বচ্ছ ও কার্যকর করার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় বিক্রয় লেনদেন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করার জন্য।

প্রতিটি বিক্রয়ের সময় ইএফডি স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট সংযোজন করে এবং হিসাব সংরক্ষণ করে।

আগে ব্যবসায়ীরা ম্যানুয়ালি ভ্যাট হিসাব করায় অনেক ক্ষেত্রে ভ্যাট ফাঁকি দিত। ইএফডি ব্যবহারের ফলে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত হয়। ইএফডি থেকে নির্দিষ্ট ফরম্যাটে ইলেকট্রনিক ফিসকাল ইনভয়েস বা ইলেকট্রনিক রসিদ বের হয়, যা গ্রাহক ও কর কর্তৃপক্ষ উভয়ের জন্য স্বচ্ছতা নিশ্চিত করে।

ইএফডি সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে তারা রিয়েল-টাইমে লেনদেন পর্যবেক্ষণ করতে পারে। দেশে ২০২১ সালের ১ জুলাই থেকে এনবিআর এটি বাধ্যতামূলক করেছে। মূলত মিডিয়াম ও বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি চালু করা হয়েছে, বিশেষ করে সুপার শপ, রেস্টুরেন্ট, পোশাকের দোকান, ইলেকট্রনিক্স শোরুম ইত্যাদিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা