× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাহিদা বুঝে রোজার আগে বাড়ল ফলের দাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ০৯:২৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শনিবার চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। তাই গতকাল শুক্রবার ছুটির দিনে রোজার বাজার করতে ভিড় জমে যায় দোকানপাটে। রোজায় লেবু, শসার মতো চাহিদা বাড়েÑ এমন কিছু পণ্যের দাম গত কয়েক দিনের তুলনায় বেড়ে গেছে। বেশি বেড়েছে ফলের দাম। 

গত মাসে ব্যবসায়ীরা জানিয়েছিলেন, এ বছর পর্যাপ্ত খেজুর আমদানি হওয়ায় রমজানে দাম সহনীয় থাকবে। কিন্তু রোজা শুরুর আগে খেজুরের দামও বেড়েছে। রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে ফলের দাম বেড়ে যাওয়ার সত্যতা মিলেছে। এলাকাভেদে গত এক সপ্তাহে প্রতি কেজি ফলে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

ফলের বর্তমান বাজার

গত মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে দেখা গেছে, প্রতি কেজি সবুজ আঙুর বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। কালো আঙুর ৪৫০-৫০০ টাকা, মাল্টা ২৮০-৩০০, আপেল ৩০০-৩৫০, আনার ৫৫০-৫৮০, পেয়ারা ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

রাজধানীর কোথাও কোথাও কেজিতে ফলের দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রামপুরা বাজারে বর্তমানে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, মাল্টা ২৮০, পেয়ারা ৮০-১০০, প্রতি কেজি তরমুজ ৭০-৮০ টাকা ও আকারভেদে ৪০০-৪৫০ টাকায়। বাজারটিতে গড়ে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন ফলের দাম।

বসুন্ধরা এলাকায় ফল বিক্রেতা ইকরামুল মাতুব্বর বলেন, আঙুর বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি, মাল্টা ২৮০, কমলা ৩২০, আনার ৬০০, কালো আঙুর ৪৫০, সবুজ আপেল ৩৮০, বরই খেজুর ৪৫০ টাকা ও পেয়ারা ১২০ টাকা কেজি। আরেক ব্যবসায়ী আজহার ভূঁইয়া বলেন, শবেবরাতের আগেই পর্যাপ্ত খেজুর আমদানি হয়েছে। যার জন্য নতুন করে দাম বাড়েনি। তবে অনেক দোকানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হয়েছে। ড্রাগন ফলের দাম বেড়ে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর সাহেব বাজারে প্রতি কেজি আপেল ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কেজিতে ৪০-৫০ টাকা বেড়ে মাল্টা বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। সপ্তাহখানেক আগে মাল্টা বিক্রি হয়েছে ২৫০-২৬০ টাকায়। 

গত ১৫ দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু। দুই সপ্তাহ আগে সাধারণ মানের লেবুর হালি ছিল ২০ থেকে ৪০ টাকা, বর্তমানে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছি দামে।

কেন বেড়েছে ফলের দাম

গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাজা ও শুকনো ফলে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে। এর সঙ্গে আপেল, আঙুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল ও জুসের ওপরও শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়। যার কারণে সব ধরনের ফলের দাম বেড়ে যায়।

ফলের দাম আগামী সোমবার থেকে কমতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএফআইএ) সভাপতি মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, সরকার আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারসহ বিভিন্ন ফলের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ করায় দাম বেড়েছে। আমরা গত ২৩ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বসেছিলাম। তাদেরকে ৫০ শতাংশ শুল্ক কমানোর আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা ১৫ শতাংশ কমাতে রাজি হয়েছে। সম্ভবত আগামী সোমবার এটি নিয়ে আদেশ আসতে পারে। তখন হয়তো প্রতি কেজি ফলের দাম গড়ে ২৫ টাকা কমবে।

বাণিজ্য উপদেষ্টার আশ্বাস

রমজান উপলক্ষে বাজারে তেল, খেজুর, ছোলাসহ যেসব পণ্যের বিষয়ে সমস্যা রয়েছে তা আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল সাভারের হেমায়েতপুরে হরিণধরা এলাকায় বিসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে তিনি বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে। এবারের রমজানে আশা করি বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা