× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসিসিএ বাংলাদেশের ‘থট লিডারশিপ সিম্পোজিয়াম’ আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সিম্পোজিয়ামে প্রায় ২০০ জন সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্প নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ অংশ নেন। প্রবা ফটো

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সিম্পোজিয়ামে প্রায় ২০০ জন সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্প নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ অংশ নেন। প্রবা ফটো

অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ), বাংলাদেশ ‘এসিসিএ সিম্পোজিয়াম- এ থট লিডারশিপ সেশন অন বিপিও, জিটিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সিম্পোজিয়ামে প্রায় ২০০ জন সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্প নেতৃবৃন্দ, নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞ অংশ নেন।

উপস্থিত সবাই হিসাব ও অর্থায়নে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস (জিটিটি) এবং টেকসই উন্নয়ন রিপোর্টিং-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, যা পেশার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্লেষণধর্মী আলোচনা, মূল বক্তব্য উপস্থাপনা এবং প্যানেল সেশন অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও নতুন সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন- এফসিসিএ প্রমা তপশী খান, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ। তিনি এসিসিএ-এর থট লিডারশিপ এবং শিল্পের মূল অংশীদারদের মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সিম্পোজিয়ামের তৃতীয় ও শেষ সেশনটি কর্পোরেট স্বচ্ছতা এবং টেকসই উন্নয়নের ভূমিকা নিয়ে আলোচিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এ.জি.এম. সাত্তিক আহমেদ শাহ সেশনের সূচনা বক্তব্য দেন।

মূল বক্তব্য উপস্থাপন ও প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন মীর সাজেদ-উল-বাশার (এফসিএ, প্রধান নির্বাহী, সাজেদ মীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস)। প্যানেল আলোচনায় অংশ নেন - লোপা রহমান (ইএসজি অফিসার, আইএফসি সাউথ এশিয়া- ডব্লিউবিজি), মো. মাহবুবুর রহমান (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, দ্য সিটি ব্যাংক লি.), এবং রাকিবুল ফাইয়াজ মো. ইকরামাহ (এফসিসিএ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং প্রধান ও ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন লিমিটেড এবং ভাইস চেয়ারম্যান, এসিসিএ বাংলাদেশ মেম্বার অ্যাডভাইসরি কমিটি)।

এ সিম্পোজিয়ামটি এসিসিএ বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে, যা পেশাজীবীদের নতুন দক্ষতা অর্জন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহযোগিতা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা