খুলনা অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩ পিএম
খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শনে বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রবা ফটো
বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘সরকারিভাবে পরিচালিত পাটকলগুলো লাভজনক না হওয়ায় এগুলো বেসরকারি খাতে লিজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত সপ্তাহে
কুড়িগ্রামে একটি বন্ধ টেক্সটাইল মিল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে। এ সপ্তাহে
আরও তিনটি মিল লিজ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
উপদেষ্টা বলেন, ‘বর্তমানে দেশে সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ টন পাটের প্রয়োজন, অথচ দেশে উৎপাদন হয় মাত্র ১২ লাখ টন। বিশ্বব্যাপী মোট পাট উৎপাদনও মাত্র ২৫ লাখ টন। ফলে কেবল পাটের উপর নির্ভর করে এসব কল পরিচালনা করা সম্ভব নয়। তাই মিলগুলোতে শুধু পাটপণ্য উৎপাদন নয়, বরং অন্যান্য শিল্প স্থাপনের সুযোগ রেখেই লিজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
শেখ বশিরউদ্দীন
বলেন, ‘খুলনার দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু
হওয়ায় প্রায় ৭০০ লোকের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরও ৩ হাজার মানুষের কর্মসংস্থানের
সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে এখানে পাটপণ্যের পাশাপাশি জুতার উৎপাদনও করা হচ্ছে, যা
মিলের টেকসই ও লাভজনক ব্যবস্থাপনায় সহায়তা করছে।’
তিনি আরও বলেন, ‘সরকারিভাবে পরিচালিত পাটকলগুলোতে হাজার কোটি টাকা লোকসান হলেও বেসরকারি
উদ্যোগে এগুলো লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। উদ্ভাবনী বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান
বাড়ানো সম্ভব। যা সরকারি ব্যবস্থাপনায় ততটা কার্যকর হয় না।’
গণমাধ্যমের এক প্রশ্নের
জবাবে উপদেষ্টা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট সরকারের
চেয়ে শক্তিশালী নয়। সরকার নিয়মিত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরবরাহ নিশ্চিত
করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে ভোজ্যতেলের সাময়িক সংকট খুব শিগগিরই কাটিয়ে
ওঠা সম্ভব।’
পরিদর্শনের সময় খুলনার
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।