× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম

সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি

সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি

ক্ষমতাচ‍্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে এই ফাউন্ডেশনে দেওয়া অনুদানের কর ছাড় সুবিধাও বাতিল করা হয়। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। 

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আয়কর আইন ২০২৩-এর ৭৬ ধারা, উপ-ধারা (৩)-এর অধীনে এই সুবিধা বাতিল করা হলো এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে। এরপর চলতি বছরের ২৯ জানুয়ারি, ধানমন্ডিতে ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সেখানে ফাউন্ডেশনের কোনো কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি, বলে জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সায়মা ওয়াজেদ পুতুল। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে, পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। যার মধ্যে দুদকের একটি মামলায় অভিযোগ আনা হয়েছে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, সূচনা ফাউন্ডেশন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন নেওয়া ও অর্থ আত্মসাৎ করেছেন পুতুল। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনের জন্য কর ছাড় আদায় করেছিলেন। যা সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির মুখে ফেলেছে।

২০১৪ সালে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সূচনা ফাউন্ডেশন গড়ে তোলা হয়। এটি মানসিক প্রতিবন্ধিতা, স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করত। সায়মা ওয়াজেদ পুতুল ছিলেন এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা