প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৯ পিএম
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার (১০ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে। চলতি সপ্তাহে গতকাল রবিবার দরপতন হলেও গত সপ্তাহে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে উর্ধ্বমুখিতা দেখা গেছে।
সোমবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৬টি কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত আছে ৭০টির। এদিন বাজারটিতে ৪২০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে সিএসইতে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৮০ পয়েন্টে। এছাড়াও সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ৯৩৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত আছে ৪১টির শেয়ার দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট । আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩০ লাখ টাকা।