× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

কমেছে বাণিজ্য ঘাটতি, চলতি হিসাবে উদ্বৃত্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২ পিএম

কমেছে বাণিজ্য ঘাটতি, চলতি হিসাবে উদ্বৃত্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর হু হু করে বাড়ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। পাশাপাশি বাড়ছে রপ্তানি আয়ও। কিন্তু আগের মতো আমদানি হচ্ছে না শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি। এ কারণে চলতি হিসাবে উদ্বৃত্ত দেখা দিয়েছে। পাশাপাশি কমে এসেছে বাণিজ্য ঘাটতিও। তথ্যমতে, জুলই-ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি ৭৯৩ কোটি এবং চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ৩ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন উঠে এসেছে এসব তথ্য।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলার-সংকট ও বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে দেশে মূলধনি যন্ত্রপাতিসহ সার্বিকভাবে আমদানি কমে গেছে। ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন না। ব্যাংকগুলো এখন আমদানি ঋণপত্র খোলার বিষয়ে বেশ সাবধানী। এতে সার্বিকভাবে বাণিজ্য ঘাটতি কমে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক। কারণ ঘাটতি কমাতে বাড়লে ধীরে ধীরে মূল্যস্ফিতিও কমে আসবে। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারের বড় ঘাটতি নিয়ে শেষ হয়েছিল ২০২৩-২৪ অর্থবছর। সুখবর হচ্ছে, চলতি হিসাবে উদ্বৃত্ত নিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবছর। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ ডিসেম্বর শেষে চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার। কিন্তু এক মাস আগেও চলতি হিসাবে ঘাটতি ছিল। আর এর পরিমাণ ছিল ১৯ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরে (২০২৩-২৪) চলতি হিসাবে ঘাটতি ছিল ৩৪৬ কোটি ৫০ লাখ ডলার। হিসাব অনুযায়ী নভেম্বরের চেয়ে চলতি হিসাবে ঘাটতি ১১৭ দশমিক ২৭ শতাংশ কমেছে ডিসেম্বরে।

তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ২৩২ কোটি ৪ লাখ ডলারের পণ্য ও সেবা রপ্তানি হয়েছে। অন্যদিকে আমদানি হয়েছে ৩ হাজার ২০৮ কোটি ৮ লাখ ডলার। ফলে ৯৭৬ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এক মাস আগে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৯৩ কোটি ডলার। অর্থাৎ এক মাসে ১৮২ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি বেড়েছে। তবে আগের অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ১০৮৭ কোটি ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ২২ শতাংশ কমেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক বলেন, চলতি হিসাবে ঘাটতি কমা বা উদ্বৃত্ত হওয়া অর্থনীতির জন্য পজেটিভ। গত ছয় মাসে রেমিট্যান্স ২৭ দশমিক ৭ শতাংশ ও রপ্তানিতে ১১ শতাংশ প্রবৃদ্ধি হলেও আমদানি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ বিদেশী মুদ্রা বাহিরে যাওয়ার তুলানায় বাংলাদেশে প্রবেশের গতি বেশি ছিল। তাই চলতি হিসাবে উদ্বৃত্ত দেখা দিয়েছে। যদিও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। কিন্তু এই রপ্তানি কমা কোনো সমস্যা না। নতুন বিনিযোগ থমকে আছে। সে জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। অন্যান্য ভোগ্য পণ্য ঠিক আছে। এই সূচক আমাদের অর্থনীতির জন্য ভালো সংবাদ। পাশাপাশি এটি মুল্যস্ফিতে নিয়ন্ত্রনেও সহায়ক ভূমিকা পালন করবে। 

তথ্যমতে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে মোট ১৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেটা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি। কারণ আগের বছরের একই সময়ে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০ দশকি ৮০ বিলিয়ন ডলার।

সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) ঘাটতিও কিছুটা কমেছে। জুলাই-ডিসেম্বর সময়ে এই সূচকে ঘাটতি ছিল ৩৮ কোটি ৪০ লাখ ডলার। কিন্তু গত মাসেও এই ঘাটতির পরিমাণ ছিল ২৪৭ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছর অর্থাৎ ২০২৩ ডিসেম্বর শেষে সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) ঘাটতি ছিল ৩৪৫ কোটি ১০ লাখ ডলার।

২০২৩-২৪ অর্থবছর শেষে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।২০২৪-২৫ অর্থবছর ঘাটতি নিয়ে শুরু হলেও এখন আর্থিক হিসাব উদ্বৃত্ত। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আর্থিক হিসাবে ১৩৭ কোটি ৯০ লাখ ডলার উদ্বৃত্ত। কিন্তু এম মাস আগেও অর্থাৎ নভেম্বর ৫৬ কোটি ডলার ঘাটতি ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা