× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকিজ প্লেটিং রিয়েলিটি শো এ অংশগ্রহণে ২০ লাখ টাকা জেতার সুযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫২ পিএম

মঙ্গলবার দেশের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসন্ন এ সিজন নিয়ে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার দেশের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসন্ন এ সিজন নিয়ে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজন শুরু হয়েছে। এবারের সিজনে অংশ নিয়ে প্লেটিং মায়েস্ট্রো হলে পাওয়া যাবে ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও প্রথম রানারআপ জিতবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা ও শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের অ্যাক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লাখ টাকার পুরস্কার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মো. শাহরিয়ার জামান ও চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। তারা আসন্ন এ সিজন নিয়ে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। আলোচনায় ফুড প্লেটিংকে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা ও লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ করে দেওয়াই এ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বলে জানান তারা।

চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘প্রথম সিজনে এ প্রতিযোগিতাটি আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। তাই এবার আমরা আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য এ উদ্যোগ নিয়েছি। ফুড প্লেটিংয়ের আর্টে আমাদের সংস্কৃতি ও নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এ ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই আমাদের এ প্রচেষ্টা।’

ভিন্নধর্মী এ রিয়েলিটি শোর দ্বিতীয় সিজনটি এবার দেখা যাবে জাতীয় টেলিভিশনের পর্দায়। এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এ শো।

প্রাথমিকভাবে নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে তা ওয়েবসাইটে সাবমিট করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার বিশ্লেষণে সকল অংশগ্রহণকারী থেকে শীর্ষ ৩০ জনকে বাছাই করা হবে। তারা সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।

দেশ ও দেশের বাইরে নিজেকে চেনানোর এ সুযোগ পেতে অংশগ্রহণকারীরা https://www.aop.com.bd এ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা