× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত

বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম

বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের বিদেশী চিকিৎসকরা সেবা দিলে তার বিপরীতে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ক্ষমতাবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতালের আমন্ত্রণে আগত বিদেশি চিকিৎসকদের অনুকূলে প্রদেয় ফি, আপ্যায়ন ব্যয়সহ হোটেল ভাড়ার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয়া হলো।

জানা গেছে, এক্ষেত্রে কর অব্যাহতির বিষয়েও দ্রুতই প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। সে বিষয়ের সারসংক্ষেপ অর্থ উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় আছে।

এর আগে গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে লেখা চিঠিতে ভ্যাট অব্যাহতির আবেদন করেছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়েছিল, গণঅভ্যুত্থানে আহত রোগীদের চক্ষু চিকিৎসা দিতে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচজন চিকিৎসক আগামী ১-২ ফেব্র“য়ারি বাংলাদেশে আসবেন। তারা আহত রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেবেন। এ সময় হোটেলে থাকা এবং খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।

গণঅভ্যুত্থানে আহত রোগীদের চক্ষু চিকিৎসা সেবার কর সংক্রান্ত প্রজ্ঞাপনে ২০ শতাংশ হারে কর কর্তনের বিধান উল্লেখ রয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ/কনসালটেন্সি সহ অন্যান্য সেবার বিপরীতে ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা প্রয়োজন। কর মওকুফ করা না হলে এ খাতের বরাদ্দ কমবে। যার প্রভাব পড়বে চিকিৎসা সেবায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা