× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের হাই-টেক পার্কে র‌্যাংগসের যাত্রা শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

সিলেটের হাই-টেক পার্কে র‌্যাংগসের যাত্রা শুরু

ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড হাই-টেক পার্ক, সিলেটে তাদের ফ্যাক্টরির উদ্ভোধন করেছে। উদ্বোধনী প্রোডাক্ট লাইন-আপের মধ্যে রয়েছে র‌্যাংগস ব্র্যান্ডের ৬টি সাইজের ১৫টি কালারের রেফ্রিজারেটর। এছাড়াও উৎপাদিত হচ্ছে কেলভিনেটর সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরের ৩টি সাইজের ৫টি কালারসহ আর নতুন ৩টি সাইজ। একইসঙ্গে উৎপাদিত হবে র‌্যাংগস, কেলভিনেটর এবং দাইয়্যু ব্র্যান্ডের ইনভার্টার ও নন-ইনভার্টার এসি। 

সম্প্রতি র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ডিলাররাসহ অন্যান্য ব্যক্তিরা।

১৯৮৪ সালে প্রথম যাত্রা শুরু করে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। সেরা মানের অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বখ্যাত জাপানিজ ব্র্যান্ড সনি, কোরিয়ান ব্র্যান্ড এলজি ও দাইয়্যু, আমেরিকান ব্র্যান্ড কেলভিনেটর ও ওয়্যার্লপুল, সুইডিস ব্র্যান্ড ইলেক্ট্রোলাক্স, জার্মানি ব্র্যান্ড জাইস, নেদারল্যান্ড এর ফিলিপস এবং নিজস্ব ব্র্যান্ড র‌্যাংগস নিয়ে ক্রেতাদের পণ্যের চাহিদা মেটাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। এরই ধারাবাহিকতায় আরো সুলভ মূল্যে বাংলাদেশে তৈরি পণ্য বাজাতকরণের অঙ্গীকার নিয়ে হাই-টেক পার্ক, সিলেটে নিজস্ব ফ্যাক্টরির আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। 

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিসিয়াল ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা। বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা