× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষদিনে কেনাকাটার ধুম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৪৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২১:০৭ পিএম

বাণিজ্য মেলায় শেষ মুহুর্তের কেনাকাটার ছিল ধুম। প্রবা ফটো

বাণিজ্য মেলায় শেষ মুহুর্তের কেনাকাটার ছিল ধুম। প্রবা ফটো

মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নেমেছে শুক্রবার (৩১ জানুয়ারি)। শেষদিনে মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীতে কানায় কানায় পূর্ণ ছিল। বেচা-কেনাও হয়েছে অন্যান্য দিলের তুলনায় বেশি।

এদিন মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। তিনি মেলায় থাকা বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এর আগে গত ১ জানুয়ারি এ বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে রাজধানীসহ এর আশপাশের এলাকা থেকে মেলা প্রাঙ্গণে মানুষের সমাগম ঘটতে থাকে। বিকাল শেষে সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় রূপ নেয় জনসমুদ্রে। ক্রেতা-বিক্রেতা উভয়কেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ২০২৪- এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিধারণ সম্বলিত মেলায় থাকা ‘তারুণ্যের বাংলাদেশ’, ‘৩৬ জুলাই’, ‘মুগ্ধ কর্নার’ তরুণদের আগ্রহের স্থান ছিল।

বাণিজ্য মেলায় মূল প্যাভিলিয়নের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লাসহ ২৫৬ ব্যবসায়ীদের প্রতিনিধি, ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। এবার দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৬১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছে।

মেলা সূত্রে জানা গেছে,  ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা রাজধানীর শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খেলার মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণ মেলার জন্য নির্ধারিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৯তম আসর  শেষ হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা