প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ০০:১১ এএম
ছবি: সংগৃৃহীত
গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণ প্রকল্পে অর্থ সংগ্রহ করতে সুকুক বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মার্চে এই বন্ড ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়,
‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রকল্প
(২য় পর্যায়)’ নামের এই সুকুক বন্ডের অর্থ দিয়ে গ্রামীণ সড়ক
যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।
দেশী-বিদেশী বিনিয়োগকারীদের
সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে এই সুকুক বন্ডের শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি
ও বীমা প্রতিষ্ঠানকে ৭০ শতাংশ এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ এর
অনুকূলে ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এছাড়া ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা ২০ সুকুক
বন্ড কিনতে পারবে।
তবে এ তিন শ্রেণিতে
প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ
দেয়া হবে। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে
বিনিয়োগ করতে পারবে। প্রবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশে কার্যরত
যে কোনো ব্যাংকে তার ও তাদের নামে পরিচালিত
বৈদেশিক মুদ্রা হিসাব অথবা টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে।
এই বন্ডের মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় বিদেশে
পাঠানোর সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।