প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪১ পিএম
তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে মোবাইলের রিচার্জ, ওষুধের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। আগের মতোই থাকছে হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় (৫%) থাকছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।
এর আগে গত ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট-সম্পূরক শুল্ক বাড়ানো হয়। যাতে, জীবনরক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়। ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয় মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক। আর হোটেল-রেস্টুরেন্টের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ। নিজস্ব ব্র্যান্ডের পোশাকের আউটলেটের ভ্যাট ৭ দশমিক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। দেওয়া হয় কর্মসূচিও।
এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী বলেন, মূসক ও ভ্যাটসংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে এ খাতের ভ্যাট পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি, আজ অথবা রোববারের মধ্যে জারি হবে।
তিনি বলেন, বুধবার আমরা রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠি দিয়ে জানিয়েছিলাম সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ, আলোচনা চলছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় পোশাক খাতের ওপর ভ্যাট কিছুটা কমানো হয়েছে। এদিকে পোশাকের পাশাপাশি মিষ্টির দোকানের ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। মিষ্টির দোকানের ভ্যাট সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।
এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এটি আগে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।
অন্যদিকে হজযাত্রীদের হজ পালনের ব্যয় কমাতে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। ৯ জানুয়ারি আকাশপথের যাত্রায় সব ধরনের দূরত্ব ২০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে বাংলাদেশকে কর-জিডিপি অনুপাত দশমিক ২ শতাংশ বাড়ানোর শর্ত দেয়। টাকার অঙ্কে যা ১২ হাজার কোটি টাকার বেশি। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার (৪ লাখ ৮০ হাজার কোটি টাকা) সঙ্গে যোগ করে আদায় করতে হবে।
একই সঙ্গে আইএমএফ শর্ত দেয়, বকেয়া আদায় বা মামলা নিষ্পত্তির মাধ্যমে ১২ হাজার কোটি টাকা আদায় করলে চলবে না, অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে বাজেট পদক্ষেপের মাধ্যমে। অর্থাৎ কর হার বাড়িয়ে-কমিয়ে।