প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:২৬ পিএম
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার বাড়ানোর ঘোষণা দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। মুনাফার হার স্কিম অনুযায়ী ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন এই হার ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশে উপসচিব মকিমা বেগম এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। মুনাফা বৃদ্ধির স্কিমগুলো হলো- পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট।
পরিবার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা ১২ দশমিক ৫০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীরা ১২ দশমিক ৩৭ শতাংশ মুনাফা পাবেন। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৪০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য হার ১২ দশমিক ৩৭ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৩০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৫৫ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২.৩৭ শতাংশ। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে মুনাফার হার ১২ দশমিক ৩০ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ।
বিভিন্ন সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগেও নির্ধারিত হারে মুনাফা পাওয়া যাবে। ছয় মাস পর নতুন হারে মুনাফা নির্ধারিত হলেও জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে ওই সময়কার হার কার্যকর থাকবে।