× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকসই উন্নয়নে ১৮০ কোটি টাকা দেবে জার্মানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

বুধবার শেরে বাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে ঋণের চুক্তি সই হয়। প্রবা ফটো

বুধবার শেরে বাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে ঋণের চুক্তি সই হয়। প্রবা ফটো

টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রায় দেড় কোটি ইউরো ঋণ দেবে জার্মানি। 

বুধবার (১৫ জানুয়ারি) শেরে বাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ইউরো ঋণ দেওয়ার চুক্তি হয়। টাকার অঙ্কে এর পরিমাণ ১৮০ কোটি টাকা। চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জিআইজেডের এ দেশের প্রধান আন্দ্রেস কুক ।

তিনটি প্রকল্পে এই ঋণ দেওয়া হবে। বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পে ৭৩ লাখ ইউরো; সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে ৩০ লাখ ইউরো ও ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে সাড়ে ৪১ লাখ ইউরো দেবে জার্মানি। এসব প্রকল্পের মাধ্যমে বস্ত্র খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত পদ্ধতিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

বস্ত্র খাতে টেকসই কর্মসূচি-২ প্রকল্পের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মানের সঙ্গে তাল মেলাতে দেশের বস্ত্র খাত এবং তৈরি পোশাক খাতের উন্নয়ন করা হবে। সাপোর্ট ফর দ্য লোকালাইজেশন অব ন্যাশনাল ক্লাইমেট অ্যাডাপটেশন টার্গেটসে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

ট্রানজিশন টু সাসটেইনেবল ই-মবিলিটি প্রকল্পে নীতিনির্ধারক, ব্যবসাপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় টেকসই ই-মবিলিটি তৈরি করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা