প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ২২:০২ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ২২:০৩ পিএম
আমেরিকান ওয়েলনেস সেন্টার (এডব্লিউসি) আয়োজনে ‘প্রাকৃতিক উপায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা: ডায়েট ও লাইফস্টাইলের উপর ফোকাস’ এর প্রতিপাদ্যে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ গ্রিন গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় এডব্লিউসি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান।
মূল বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালট্যান্ট প্রফেসর ড. এম. মুজিবুল হক। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তনের ওপর জোর দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
প্রতিষ্ঠানটির উপদেষ্টা মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় সেমিনারে ৬ শতাধিক নারী-পুরুষ ও ১৫ জন সমাজের বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয়রা উপস্থিতি ছিলেন।