পণ্যে ভ্যাট-শুল্ক বৃদ্ধির ঘোষণা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১০:১৬ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১১:৪২ এএম
ফাইল ফটো
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে ভ্যাট এবং সম্পূরক শুল্কে বড় ধরনের পরিবর্তন এনে শতাধিক পণ্য ও সেবার খরচ বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেস্তোরাঁ সেবায় ১৫ শতাংশ ভ্যাট
রেস্তোরাঁ সেবার ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ব্যবসায়ীরা এর বিরোধিতা করে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিলেও সরকার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ফলে রেস্তোরাঁয় খাওয়ার খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।
মোবাইল ও ইন্টারনেট সেবায় বাড়তি শুল্ক
মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে।
প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
শুল্ক বৃদ্ধির আওতায় যেসব পণ্য ও সেবা
খাদ্য ও ফল
আম, কমলালেবু, আঙুর, তরমুজ, আপেল, নাশপাতি, পেঁপে, ফলের রসে শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ।
বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপে ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ।
ভোগ্যপণ্য
সাবান, ডিটারজেন্টে শুল্ক ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ।
টিস্যু ও সানগ্লাসে ভ্যাট ৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশ।
বাদামে শুল্ক ৪৫ শতাংশে উন্নীত।
সেবা
এলপি গ্যাসে ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ।
ড্রাইভিং লাইসেন্স ও চশমার ফ্রেমে ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ।
তামাক ও সুপারি
তামাকপণ্যে শুল্ক ৬০ শতাংশ থেকে ১০০ শতাংশ।
সুপারি আমদানিতে শুল্ক ৩০ শতাংশ থেকে ৪৫ শতাংশ।
বিমানের ভ্রমণ
অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা।
সার্কভুক্ত দেশগুলোর জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা।
এশিয়া ও ইউরোপের রুটে ভ্রমণে শুল্ক ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা।
নতুন টার্নওভার করের নিয়ম
বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকা অতিক্রম করলেই ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ হবে। আগে এ করের হার ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনে প্রযোজ্য ছিল।
প্রভাব
সরকারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ বহুগুণে বাড়িয়ে দেবে। ব্যবসায়ীরা এর বিরোধিতা করলেও সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যে দৃঢ় অবস্থানে রয়েছে। সিদ্ধান্তটি সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।