× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮ পিএম

ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সঙ্গে বিপিসিসিআইয়ে সভাপতি হুমায়ুন রশীদ এবং সহ-সভাপতি ইমরান আহমেদ

ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সঙ্গে বিপিসিসিআইয়ে সভাপতি হুমায়ুন রশীদ এবং সহ-সভাপতি ইমরান আহমেদ

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) সভাপতি হুমায়ুন রশীদ এবং বিপিসিসিআইয়ের সহ-সভাপতি ইমরান আহমেদ। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিপিসিসিআইয়ের প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে- কৃষি পণ্য ও সেবার বাজার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ, বিমান সংযোগ এবং লজিস্টিকস ও যোগাযোগ ((কমিউনিকেশনস)। 

উভয় পক্ষ কৃষি সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করার মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেয়। দক্ষ জনবল তৈরিতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদল। এছাড়া, প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এতে পণ্য আমদানি-রপ্তানি ও মানুষের চলাচল আরও সহজ হবে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। প্রতিনিধিদলের সদস্যরা দক্ষ বাণিজ্যিক কার্যক্রমের জন্য লজিস্টিকস ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা