প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১২:৩১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৫:০১ পিএম
ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। ছবি : সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, ‘অবৈধ মজুদের জন্য চালের বাজার অস্থির। তদারকি করা হচ্ছে। শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। প্রয়োজনে আগামীতে চালের জোগান দেবে সরকার।’
তিনি বলেন, ‘চলতি মাসে টিসিবির পণ্যে ভোজ্য তেল ও ডালের সঙ্গে চিনি দেওয়া হচ্ছে। প্রতি কেজি তেল ১০০, ডাল ৬০এবং চিনি ৭০ টাকায় বিক্রি করছেন ডিলাররা।’
আজ বুধবার (৮ জানুয়ারি) চলতি মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুধু স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা এ সেবা পাচ্ছেন। কার্ডধারীরা পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আলুর যাতে সংকট না হয়, সেজন্য আমদানি করে মজুদ করবে টিসিবি। ব্যাংকে ডলারের সংকট নেই। পর্যাপ্ত রেমিট্যান্স এসেছে। রপ্তানি আয়ও ভালো।
ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক না, ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই। মোট ক্রয়ের ১২ হাজার কোটি টাকা থেকে দুর্নীতি কমিয়ে ১ হাজার কোটি বাঁচাতে পারলে কার্যক্রম আরও বেশি বিস্তৃত করা যাবে।