× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

শরিয়াহভিত্তিক ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক।

রবিবার (৫ জানুয়ারি) ছয়টি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে গভর্নর আহসান এইচ মনসুরের বৈঠকের পর তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গতকাল শনিবার ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ব্যাংকের বোর্ড । তাকে আগামী তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়। এ সময়ে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক গত শনিবার পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। 

রবিবার ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে ফের বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘ছয়টি ব্যাংকে আন্তর্জাতিক অডিটর নিয়োগ করা হচ্ছে। তারা যাতে স্বাধীনভাবে অডিট কার্য পরিচালনা করতে পারে সে লক্ষ্যে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা