প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত ‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’-এ ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্র্যান্ডগুলোর জন্য অসাধারণ এক প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে উইকন প্রপার্টিজ লিমিটেড। ক্রেতাসাধারণ ও রেমিট্যান্স-যোদ্ধাদের কথা মাথায় রেখে চাহিদা এবং সাধ্যের মধ্যে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে উইকন প্রপার্টিজ লিমিটেড।
শপিং মলটিতে ৩০০টিরও বেশি দোকানে রয়েছে বিশেষ ছাড় ও সাফ কবলা রেজিস্ট্রেশনের সুবিধা, যা প্রতিটি বিনিয়োগকে করে তুলবে সহজ ও সাশ্রয়ী। মাসিক ২ শতাংশ পেমেন্ট প্ল্যানে ক্রেতাসাধারণ যেকোনো বিনিয়োগে অগ্রসর হতে পারবেন। সব ক্রেতার জন্য থাকছে এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিস চার্জ।
‘উইকন চৌধুরী আর্কেড শপিং মল’-এ বিনিয়োগে আকৃষ্ট করতে পরিকল্পনা থেকে পরিপূর্ণতার এক দৃষ্টিনন্দন স্থাপনা গড়তে যাচ্ছে; যা সমগ্র কুমিল্লাবাসীর কাছে লাভজনক বিনিয়োগে এক বিশাল আশার সঞ্চার করেছে।
ক্রেতাসাধারণ ও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে শপিং মল নির্মাণে ব্যবহার হচ্ছে বিশ্বসেরা প্রযুক্তি, সর্বজনস্বীকৃত জিপিএইচ ইস্পাতের বিশ্বসেরা ক্রাউন সিমেন্ট, রেডিমিক্স ও ইস্পাত, দ্রুততম সময়ে প্রকল্প হস্তান্তরের নিশ্চয়তা।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শপিং মলটি ব্যবসায়িক স্পেসের চাহিদা মিটিয়ে প্রবাসী কুমিল্লাবাসীদের জন্য হালাল ব্যবসায় বিনিয়োগের সুযোগ করে দিতে বদ্ধপরিকর। দোকান বুকিং নিশ্চিত করতে যোগাযোগ করুন : ০১৭০৯৬৬৫০৫৫, ০১৭০৯৬৬৫০৬৬ নম্বরে। বিজ্ঞপ্তি