প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৮:০৩ পিএম
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আরেক দফা কর ছাড় দিয়ে প্রণোদনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২৭ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্র সর্বমোট ১৫ বছরের কর অব্যাহতি পাবে। এরমধ্যে ১০ বছরের জন্য পুরো আয়কর অব্যাহতি এবং ৫ বছরের জন্য বিভিন্ন হারে আয়কর ছাড়। এক মাসের মাথায় আগের প্রজ্ঞাপন বাতিল করে আরও ৫ বছরের বাড়তি কর সুবিধা দেওয়ার নতুন প্রজ্ঞাপন জারি করলো এনবিআর।
এর আগে, গত ২৯ অক্টোবর নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রথম ৫ বছরে পুরো আয়কর অব্যাহতি এবং পরের ৫ বছরের জন্য কর ছাড় দিয়েছিল।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নবায়নযোগ্য শক্তির কোনো বিদ্যুৎকেন্দ্র ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে গেলে সেটি আয়ের ওপর প্রথম ১০ বছর আয়কর অব্যাহতি এবং পরবর্তী ৫ বছর বিভিন্ন হারে আয়কর ছাড় পাবে।
২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো এ সুবিধা পাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এসব কোম্পানিকে প্রথম ১০ বছর আয়ের ওপর কোনো কর দিতে হবে না। পরের ৩ বছর ৫০ শতাংশ এবং এর পরের ২ বছর ২৫ শতাংশ কর অব্যাহতি মিলবে। তবে সেজন্য বাংলাদেশ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিতে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।