× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওষুধ, শিপবিল্ডিং সেক্টরে বিনিয়োগের আহ্বান আলজেরিয়া রাষ্ট্রদূতের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৪২ পিএম

ওষুধ, শিপবিল্ডিং সেক্টরে বিনিয়োগের আহ্বান আলজেরিয়া রাষ্ট্রদূতের

আলজেরিয়া রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সায়দানী বলেন, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আলজেরিয়া। এলএনজিসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এদেশে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। এখানকার এলএনজি গ্যাস এবং সার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তাই চাইলে বাংলাদেশি ব্যবসায়ীরা কৃষি, শিক্ষা, ঔষধ, শিপবিল্ডিং এবং সার উৎপাদন সেক্টরে বিনিয়োগ করতে পারেন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় শিপবিল্ডিং সেক্টরে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথ বিনিয়োগে আলজেরিয়া আগ্রহী বলে তিনি জানান।

রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সায়দানী বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে আলজেরিয়া। এজন্য বিনিয়োগের ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে উভয়দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনে আরও গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বারের প্রাক্তন পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, কনফিডেন্স সিমেন্ট’র এমডি জহির উদ্দিন আহমেদ, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম সরোয়ার, কর্ণফুলী শিপবিল্ডার্স লি:’র এক্সিকিউটিভ ডাইরেক্টর মিজানুর রহমান (মিজান),  ট্রাস্টেড শিপিং লাইন্স লি:’র পরিচালক ওয়াহিদ আলম, এস কে এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জিয়া উদ্দিন ও চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী বক্তব্য রাখেন। 

চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে রয়েছে ধর্মীয়, সংস্কৃতি ও প্রথাগত অনেক মিল। উভয়দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত চুক্তি। 

তিনি বলেন, দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। তিনি বাংলাদেশের ১৮০ মিলিয়ন জনসংখ্যার বাজার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিভিন্ন সেক্টরে বিশেষ করে ঔষধ, সার ও শিপবিল্ডিং সেক্টরে একক ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান। 

এ সময় অন্যান্য বক্তারা শিপবিল্ডিং, কৃষি, সার উৎপাদনে কাঁচামাল এবং এনার্জি খাতে সম্ভাবনা উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশ থেকে আলজেরিয়ায় কৃষি খাতের দক্ষ জনশক্তি ও নার্স রপ্তানির উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা