× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরেই ১১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি ও বিশ্বব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম

চলতি বছরেই ১১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি ও বিশ্বব্যাংক

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ১১০০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক। এর মধ্যে এডিবি ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

বর্তমান সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে কী পরিমাণ ঋণসহায়তার প্রতিশ্রুতি পেয়েছে-  এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যেসব পলিসি নিচ্ছে, এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। প্রকৃত যে প্ল্যান ছিল, তার থেকে অনেক বেশি টাকা ঋণসহায়তা আমরা পাচ্ছি।’

অর্থসচিব বলেন, ‘এরই মধ্যে এডিবির সঙ্গে ৬০০ মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশন হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে এ অর্থ আমরা পাব। বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়েছে। সেটাও ডিসেম্বরের মধ্যে পাব আমরা।’

তিনি আরও বলেন, ‘এ দুটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুটিই আমরা ডাবল করে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফের কাছে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে এ বছরে আমরা অতিরিক্ত এক বিলিয়ন ডলার চেয়েছি। আগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হবে। যে প্রগ্রেস দেখছি, আমরা আশাবাদী এটাও আমরা পাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা