× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমিটি ভেঙে প্রশাসক বসানোর দাবি চারকোল ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২২:২০ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২২:২০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের ছোট ভাই জিল্লুর রহমান শিপনের নেতৃত্বাধীন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (    ১) বর্তমান কমিটি ভেঙে দিয়ে প্রশাসক বসানোর জন্য বাণিজ্য সচিবের কাছে আবেদন করেছেন বৈষম্যবিরোধী চারকোল ব্যবসায়ীরা।

বৈষম্যবিরোধী চারকোল ব্যবসায়ীরা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, পাটকাঠি থেকে উৎপাদিত চারকোল পণ্য বর্তমান বাংলাদেশের উদীয়মান একটি রপ্তানি শিল্প। উক্ত শিল্পের উন্নতিকল্পে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ট্রেডবডি বিসিসিএমইএ চরমভাবে বৈষম্যের শিকার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি দ্বারা। যে কমিটির নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের ছোট ভাই মির্জা জিল্লুর রহমান শিপন।

বর্তমান কমিটি একনায়কতন্ত্র কায়েম করে চারকোল-শিল্প ধ্বংস করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সারা দেশে সভাপতির নিজস্ব লোকদের দিয়ে একচেটিয়া ফ্যাক্টরি ও বাজার নিয়ন্ত্রণ, নিজের পছন্দের কতিপয় ব্যবসায়ীকে দিয়ে বায়ারদের মিস-গাইড ও শিপিং লাইন নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া চাইনিজ ফ্যাক্টরি মালিক ও বায়ারদের বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার সব আয়োজন সম্পন্ন করে নিজের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে সেসব ফ্যাক্টরির মালিকানা পাইয়ে দেওয়া, পুরাতন ও অভিজ্ঞ বায়ারদের পাশ কাটিয়ে বাজার সিন্ডিকেট করার জন্য একটা নির্দিষ্ট বায়ারের হাতে চারকোল তুলে দেওয়ার নিমিত্তে নিজের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে উক্ত সিন্ডিকেট বায়ারের সঙ্গে চুক্তি করতে অ্যাসোসিয়েশনকে ব্যবহার করা হচ্ছে। 

চারকোল ব্যবসার সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নিজের পছন্দের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং উক্ত কমিশন দিয়ে একান্তই নিজের লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যেখানে এতগুলো বছর ক্ষমতায় থেকেও একটা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন বর্তমান সভাপতি। বিশ্বব্যাপী চারকোলের নতুন বাজার সৃষ্টিতে উদাসীনতা এবং ফ্যাক্টরিগুলো আধুনিকায়ন ও পরিবেশবান্ধব করতে চরমভাবে ব্যর্থ বর্তমান প্রেসিডেন্ট চারকোলের উন্নতির দিকে মনোযোগ না দিয়ে নিজের পছন্দের লোকদের দিয়ে ব্যবসা পরিচালনার জন্য অ্যাসোসিয়েশনকে ব্যস্ত রেখেছেন।

চিঠিতে তারা চারকোল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ করে বাংলাদেশের চারকোল ব্যবসাকে আগের সরকারের ধারাবাহিক লুটেরা ও ফ্যাসিবাদের সহযোগীদের হাত থেকে রক্ষা করে সত্যিকারের ব্যবসায়ীদের কাজ করার সুযোগ তৈরি করতে অনুরোধ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা