× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলেকট্রিক যানবাহনে বিনিয়োগ করবে চীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:৫৮ পিএম

ইলেকট্রিক যানবাহনে বিনিয়োগ করবে চীন

বাংলাদেশে ইলেকট্রিক্যাল যানবাহন, ব্যাটারি উৎপাদনসহ পাওয়ার সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান চীনের বিনিয়োগকারীরা।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ন্যামস মোটরস লিমিটেডের চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা। সভায় চীনের বিনিয়োগকারীরা যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং স্যাটেলাইট সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

ওয়েলবে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড এবং বেইজিং হাইরুন হাওশেন টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ওংটিক বেঞ্জামিন বলেন, ‘বাংলাদেশ একটি বৃহৎ নির্ভরযোগ্য বাজার এবং এখান থেকে বহির্বিশ্বে রপ্তানি করাও সহজ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ব্যাটারিচালিত গাড়ি চলছে, কিন্তু এ ব্যাটারিগুলোর অধিকাংশই প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়।’ 

তিনি বলেন, ‘আগামী বিশ্বে ইলেকট্রিক্যাল যানবাহনের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে সে কথা মাথায় রেখেই আমরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের মাধ্যমে উন্নতমানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন কেন্দ্র, বিদ্যুতের ঝামেলা দূর করার জন্য সোলার প্যানেল নির্মাণ কারখানা এবং উন্নত যোগাযোগের স্যাটেলাইট সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’

অনুষ্ঠানে ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান  বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, বরং বাংলাদেশের সবুজ প্রযুক্তি ও দূষণমুক্ত উন্নয়নে অবদান রাখা।’

মতবিনিময় সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুবিধা তুলে ধরে বলেন, ‘বিডা সব সময়েই বিনিয়োগকারীদের যাবতীয় বিনিয়োগ সেবা দিতে বদ্ধপরিকর।’ 

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রত্যেক দেশের জন্য নিজস্ব কান্ট্রি অফিসার রয়েছেন, যাতে বিনিয়োগকারীরা দ্রুত বিনিয়োগ সেবা লাভ করতে পারেন। এ সময় তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা