চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:০৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:১৮ পিএম
চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রথম চার মাস জুলাই থেকে অক্টোবরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে যেখানে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় হয়েছিল ২২ হাজার ৫৬১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৫৬০ টাকা, সেখানে চলতি অর্থবছরের প্রথম চার মাসে আদায় হয়েছে ২৩ হাজার ৮৭৬ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ৫৩৮ টাকা। এই হিসাবে চলতি অর্থবছরের এই চার মাসে রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ১১৫ কোটি ১১ লাখ ৭৯ টাকা।
এদিকে
চলতি অর্থবছরের প্রথম চার মাসে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা
অর্জন করতে পারেনি কাস্টম হাউস। লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৭৬৩ কোটি ৫৮ লাখ টাকা
কম রাজস্ব আদায় হয়েছে এই চার মাসে। জুলাই থেকে অক্টোবরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব
আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩৯ কোটি ৮৬ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ২৩ হাজার
৮৭৬ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ৫৩৮ টাকা।
লক্ষ্য
অর্জিত না হওয়ার বিষয়ে জানতে চাইলে কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম
প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চলতি অর্থবছরের শুরু থেকে দেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী
আন্দোলন শুরু হয়। আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন এবং তার আগে থেকে ডলার সংকটের প্রভাবসহ
নানা কারণে দেশে পণ্য আমদানি কিছুটা কমেছে। যে কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়
হয়নি।’
তিনি
বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সময়ে দেশের আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকায় গত বছরের একই
সময়ের তুলনায় এই চার মাসে রাজস্ব আদায় বেড়েছে। আমরা আশা করছি, প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা
অর্জিত না হলেও বছর শেষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। কারণ রাজনৈতিক
পটপরিবর্তনের পর এখন দেশে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে শুরু করেছে। তাই এখন আমদানি-রপ্তানি
প্রবাহও বাড়ছে।’
চট্টগ্রাম
কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের গত চার মাসে বিভিন্ন ধরনের ২ কোটি ৭৭ লাখ
৮ হাজার ৫০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্য আমদানির বিপরীতে কাস্টমস শুল্ক,
রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাট ও জরিমানা বাবদ রাজস্ব আদায় হয়েছে ২৩ হাজার
৮৭৬ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ৫৩৮ টাকা। এর মধ্যে কাস্টমস শুল্ক আদায় হয় ৭ হাজার ৯৪০ কোটি
৯২ লাখ ৪১ হাজার ২৭৮ টাকা, রেগুলেটরি শুল্ক আদায় হয় ৮০৫ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৮৫ টাকা,
সম্পূরক শুল্ক আদায় হয় ২ হাজার ৬২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১৬ টাকা এবং ভ্যাট আদায় হয়
১২ হাজার ৯৯৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৭০৫ টাকা। বাকি ৭০ কোটি ৯৪ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা
আদায় হয় জরিমানা থেকে।
অন্যদিকে
গত অর্থবছরের একই সময়ে বিভিন্ন ধরনের ২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১২২ মেট্রিক টন পণ্য আমদানি
হয়েছিল। এসব পণ্য আমদানির বিপরীতে কাস্টমস শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক,
ভ্যাট ও জরিমানা বাবদ রাজস্ব আদায় হয়েছে ২২ হাজার ৫৬১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৫৬০ টাকা।
এর মধ্যে কাস্টমস শুল্ক আদায় হয় ৭ হাজার ৪৩৬ কোটি ৪৮ লাখ ১৫ হাজার ৯১৮ টাকা, রেগুলেটরি
শুল্ক আদায় হয় ৮০৪ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার ৭৯৭ টাকা, সম্পূরক শুল্ক আদায় হয় ২ হাজার ১৬০
কোটি ৮৮ লাখ ১১ হাজার ৮৯ টাকা, ভ্যাট আদায় হয় ১২ হাজার ২৮৬ কোটি ৭৮ লাখ ৪ হাজার ৮৪৫
টাকা এবং ৭২ কোটি ২২ লাখ ৯২ হাজার ৯০৯ টাকা আদায় হয় জরিমানা থেকে।
প্রসঙ্গত,
চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার
৪৩২ কোটি টাকা। এর মধ্যে গত চার মাসে ২৩ হাজার ৮৭৬ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ৫৩৮ টাকা রাজস্ব
আদায় হওয়ায় বাকি ৮ মাসে আরও ৫৯ হাজার ৫৫৫ কোটি ৭২ লাখ টাকার রাজস্ব আদায় করতে হবে কাস্টম
হাউসকে।