প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৯:১০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৯:১৬ পিএম
গত অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় ২০ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
ইপিবির তথ্যানুযায়ী, গত অক্টোবরে রপ্তানি হয়েছে ৪১৩ কোটি ডলার যা গত বছর একই সময়ে ছিল ৩৪২ কোটি ডলার।
অক্টোবরের রপ্তানি যোগ হয়ে জুলাই-অক্টোবর পর্যন্ত মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ১,৫৭৮ কোটি ডলার দাঁড়িয়েছে। এক বছর আগে এটি ছিল ১,৪২৪ কোটি ডলার।
দেশের রপ্তানি আয়ের চার ভাগের তিন ভাগের বেশি আসে তৈরি পোশাক থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এই খাতে ১১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।
গত অক্টোবরে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়ে ৩২৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।