× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জাতীয় শিল্প নীতি, ২০২২ পর্যালোচনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

‘জাতীয় শিল্প নীতি, ২০২২ পর্যালোচনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে ‘জাতীয় শিল্প নীতি, ২০২২ পর্যালোচনা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) বিসিআইর বোর্ডরুমে বেলা ১১টার দিকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), প্রধান আলোচক ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) মো. সলিম উল্লাহ, সভাপত্বি করেন বিসিআইর ঊধ্বতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েস থেকে ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিআই পবিচালক শহীদুল ইসলাম নিরু, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মাহফুজুর রহমান।

বিসিআইর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসির পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) কর্মশালার উদ্যেশ্য এবং শিল্প খাত ও দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং তিনি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং সকলকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহ যথাযথ ভাবে সরকারের নিকট তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালার সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী সকলকে ধন্যবাদ জানান এবং বিসিআই এর পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করার কথা জানান। তিনি সকলকে কর্মশালায় সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান। কর্মশালার দ্বিতীয় ভাগে জাতীয় শিল্প নীতি, ২০২২ এর উপর প্রধান আলোচক মো. সলিম উল্লাহ ২টি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং সকলের নিকট সার্টিফিকেট বিতরণ করা হয়। বিসিআই এর সেক্রেটারি জেনারেল প্রধান আলোচক ও সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা