× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানি বাড়ায় বন্দরে কমেছে আলুর দাম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:০১ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:২৭ পিএম

আমদানি বাড়ায় বন্দরে কমেছে আলুর দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় আলুর দাম। গত বৃহস্পতিবার এক দিনে এই স্থলবন্দর দিয়ে ৭১ ট্রাক আলু আমদানি হয়েছে। যার কারণে পাইকারি মোকামগুলোতে কেজি প্রতি ভারতীয় আলু ৩ থেকে ৪ টাকা কমে গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) হিলি বাজার ঘুরে জানা যায়, ভারত থেকে আলুর আমদানি বৃদ্ধি পাওয়ায় গত তিন দিনের ব্যবধানে আলুর দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৫৪ টাকা কেজি দরে, যা আগে বিক্রি হয়েছিলো ৫৬ থেকে ৫৮ টাকা কেজি হিসেবে। তবে দেশি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।

হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘ভারত থেকে আলু আমদানি হলেও দেশের বাজারে দাম তেমন কমছে না। বাজারে দেশি আলু থাকার কারণে কিছুটা দাম কমেছে। তবে দেশি আলু থেকে ভারতীয় আলুর দাম বেশি। এমন নজিরবিহীন ঘটনা কখনও হয়নি। এবার তা হয়েছে। যে যার মতো পারছে পণ্য বিক্রি করছে। নেই কোনো প্রশাসনের তদারকি। বিপাকে আমরা সাধারণ ক্রেতারা।’ 

হিলি বাজারে আলু পাইকারি ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আলু বেশি আমদানি হওয়ার কারণে পাইকারি মোকামে কমেছে দাম। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা কমেছে। আমরা যেমন দামে কিনছি তা থেকে ১ টাকা কেজি প্রতি লাভ রেখে বিক্রি করছি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার ভারতীয় ৭১ ট্রাকে ১ হাজার ৮২০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এবং আমদানি অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা