× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভর্নরকে স্বারকলিপি

দুর্নীতিবাজদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম

দুর্নীতিবাজদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় ও সায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতার পরিবর্তে দলীয় তোষণনীতির বিবেচনায় অধিকর্তাদের নিয়োগের কারণে আর্থিক খাতে ভঙ্গুরতা সৃষ্টি হয়। বিশেষ করে সরকার সংশ্লিষ্ট কয়েকটি ব্যবসায়িকগ্রুপ ব্যাংক খাত থেকে অনৈতিকভাবে নামে-বেনামে ঋণ বের করে নিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে পুরো আর্থিক খাত। আর এসব কাজে সহায়তা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কিছু সুবিধাভোগী কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতিতে ওই কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এমনকি বিভিন্ন গ্রুপকে অনৈতিক সুবিধা দিতে তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাধ্যতামূলত অবসরে পাঠানোর দাবি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। একই সঙ্গে দুই ডেপুটি গভর্নরের অপসারণসহ মোট ৬টি দাবিতে গভর্নরকে স্বারকলিপি দিয়েছেন তারা।

কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সময় এস আলমসহ বিভিন্ন গ্রুপকে সুবিধা দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এখনো তৎপর রয়েছেন। তারা বিভিন্নভাবে অন্য কর্মকর্তাদের কাজ করতে বাধা সৃষ্টি করছেন। এমন পরিস্থিতিতে এসব কর্মকর্তাকে অপসারণ ছাড়া ব্যাংক খাত সংস্কার সম্ভব নয়।

কর্মকর্তাদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর পদ মর্যাদার কয়েকজন কর্মকর্তা ব্যাংক সংস্কার যাতে না হয় সে বিষয়ে তৎপর। এমনকি কর্মকর্তাদের ডেকে ‘কেন কাজ করছেন’ সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। একজন ডেপুটি গভর্নর তার অধিনস্ত কর্মকর্তাকে বলেন, এতো কাজ করতে কে বলেছে? শুধু তাই নয়, ব্যাংক সংস্কারে গঠিত টাস্কফোর্স কোন পদক্ষেপই বাস্তবায়ন করতে পারবে না বলে উপহাস করেছেন তিনি।

এদিকে, গভর্নরকে দেওয়া স্বারকলিপিতে ব্যাংক কর্মকর্তারা জানান, গত ৭ আগস্ট বিগত সরকারের রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ৪ জন ডেপুটি গভর্নর, হেড অব বিএফআইইউ এবং নীতি উপদেষ্টার পদত্যাগের দাবি জানোনো হয়। তাৎক্ষনিকভাবে ২ জন ডেপুটি গভর্নর, হেড অব বিএফআইইউ ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ পদত্যাগ করেন এবং বাকী ২ জন ডেপুটি গভর্নর পরে পদত্যাগ করবেন মর্মে মৌখিকভাবে সম্মতি দেন। এরপর ৯ আগষ্ট গভর্নর আব্দুর রউফ তালুকদারও ভার্চুয়ালি পদত্যাগ করেন।

তবে, তৎকালীন গভর্নরের অনিশ্চিত অবস্থানের কারণে কেন্দ্রীয় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য শুধুমাত্র ডেপুটি গভর্নর নুরুন নাহারকে পরবর্তী ডেপুটি গভর্নরদের নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে তৎকালীন ইডি-১ (বর্তমান ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী) আন্দোলনকারীদের আশ্বস্ত করেন। অন্তবর্তী সরকার ড. আহসান এইচ মনসুরের মত প্রতিথযথা অর্থনীতিবিদকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নতুন করে দুজন ডেপুটি গভর্নরও নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু আগের দুইজন ডেপুটি গভর্নর বহাল তবিয়তে রয়েছে।

এমন পরিস্থিতিতে, ২ জন ডেপুটি গভর্নরের অপসারণসহ আরও ৫ দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অন্যদাবিগুলো হচ্ছে, এস.আলম গ্রুপসহ ব্যাংকিং খাতে লুটেরা গোষ্ঠীর সঙ্গে আঁতাতকারী কর্মকর্তাদের চিহ্নিত করে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতি দ্রুত বিলুপ্তির উদ্যোগ নিতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে ডেপুটি গভর্নর পদটি পদোন্নতির মাধ্যমে পূরণের ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে। গভর্নর পদটি মন্ত্রীপরিষদ বিভাগের মাধ্যমে নিয়োগের বিধান করে সংসদীয় কমিটির কাছে জবাবদিহিতার ব্যবস্থা করা। এবং বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি কেন্দীয় ব্যাংকের আইনগত, আর্থিক, পরিচালনগত ও ব্যবস্থাপনায় স্বায়ত্বশাসন নিশ্চিত করা।

এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কোন কর্মকর্তারা বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তা খতিয়ে দেখা হবে। গভর্নর স্যার বিষয়গুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এছাড়া নির্বাহী পরিচালকের উপরের পদগুলো সরকারের বিষয়। এগুলো সম্পর্কে কোন ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করতে পারে না। এছাড়া কোন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা