× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে সূচক ও লেনদেনে বড় উত্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৮:০৪ পিএম

ডিএসইতে সূচক ও লেনদেনে বড় উত্থান

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। এতে ডিএসইর লেনদেন ছাড়িয়েছে ৫৬৫ কোটি টাকা। তবে লেনদেন কমেছে সিএইতে। 

সোমবার (৪ নভেম্বর) লেনদেন শেষে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫২ দশমিক ৪৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৯৩৭ দশমিক ৫৯ পয়েন্ট ও ১ হাজার ১৬২ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৮৮ লাখ টাকা।

এছাড়াও সোমবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৭টি কোম্পানির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৭২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের ১৭ কোটি ৭৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

অপরদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম বেড়েছে। দাম কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দাম। লেনদেন হয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ১২ কোটি ৯ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা