প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৪০ পিএম
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী একক আবাসন মেলা শুরু হয়েছে।
শনিবার (২ নভেম্বর ) রিয়েল ক্যাপিটা গ্রুপের গুলশান-১, নাফি টাওয়ারের লেভেল ১৯ এ অবস্থিত অফিসে জমকালো বর্ষপূর্তির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছাড়াও মাসব্যাপী একক আবাসন মেলা ও প্রতিষ্ঠানটির কুয়াকাটায় পাঁচ তারকা মানের হোটেল শেয়ার ওনারশিপ ‘আরসি ওশান ব্লিস’ প্রজেক্টের উদ্বোধন হয়। এ সময় গ্রুপের চেয়ারম্যান মো. মানজুর আহমেদ সোহান এবং এমডি ও সিইও মোহাম্মদ আরিফুজ্জামানসহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়েল ক্যাপিটা গ্রুপ তাদের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলাতে পরিকল্পিত আবাসন, সুপরিকল্পিত জীবন এই প্রতিপাদ্য নিয়ে তাদের ‘আরসি মায়া কানন’ এবং ‘আরসি রিভারী ভিলেজ’ প্রকল্পে মূল্য ছাড়সহ তাদের ‘আরসি সাউথ ভ্যালি” প্রকল্পে বাংলাদেশে প্রথম মোট মূল্যের ১ শতাংশ মাসিক কিস্তিতে বিশাল অফার নিয়ে সবার জন্য আবাসন নিশ্চিতকরণে এগিয়ে এসেছে। এ ছাড়াও বাংলাদেশের পর্যটন শিল্পকে এক ধাপ এগিয়ে নিতে রিয়েল ক্যাপিটা গ্রুপ মাসিক মাত্র ২ হাজার ১৫০ টাকা কিস্তিতে কুয়াকাটাতে ‘আরসি ওশান ব্লিস’ নামে একটি পাঁচ তারকা মানের হোটেল মালিকানা হওয়ার সুযোগ দিচ্ছে।