প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:১৯ পিএম
স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক। প্রবা ফটো
আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি চান্দিনা শাখার উদ্যোগে গত ২৯ অক্টোবর চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৪ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা শাখার ম্যানেজার ও এভিপি মোজাহারুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চান্দিনা শাখার অপারেশন ম্যানেজার এ কে এম মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন এবং শিক্ষকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আখতার হোসেন। সভাপতিত্ব করেন চান্দিনা শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।