প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ২২:২৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২২:৩০ পিএম
মো. আবদুর রহমান খান। ফাইল ছবি
ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য কর ফাঁকি দেওয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফাঁকি দেওয়া কর খুঁজে বের করে সরকারের তহবিলে জমা করা হবে। বুধবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সরকারের রাজস্ব
ফাঁকি দিয়ে অবৈধ অর্থ ও সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে এনবিআরের গৃহীত পদক্ষেপ সম্পর্কে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে
এনবিআরের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে হয়তো প্রচার কম। অন্যান্য আইনপ্রয়োগকারী
সংস্থার সঙ্গে এ ব্যাপারে এনবিআরের কো-অর্ডিনেশন রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা
কংক্রিটভাবে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। যখন এটা দৃশ্যমান হবে, তখন আপনারা সবাই জানতে
পারবেন। ফাঁকি দেওয়া কর বা লস্ট রেভিনিউ খুঁজে বের করে সরকারের তহবিলে ফিরিয়ে আনার
ব্যাপারে এনবিআর আন্তরিক।’
এদিকে গতকাল ঢাকা,
গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সকল সরকারি কর্মচারীর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল
বাধ্যতামূলক করে বিশেষ আদেশ জারি করে এনবিআর। একই সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশসহ সকল মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও
অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে রাজস্ব খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।
এনবিআর চলতি অর্থবছরের
প্রথম তিন মাসে ৭০ হাজার ৯০২ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। গত অর্থবছরের একই সময়ে অঙ্কটা
ছিল ৭৫ হাজার ৪৮৭ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এবার প্রথম প্রান্তিকে ৪ হাজার
৫৮৫ কোটি টাকা কম রাজস্ব আদায় করতে পেরেছে এনবিআর; যা শতাংশের হিসাবে ৬ দশমিক ০৭ শতাংশ।