নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:২৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ২১:৪৩ পিএম
চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত সরকারি
কর্মচারী, ব্যাংকার,
মোবাইল প্রতিষ্ঠানের কর্মী ও ছয়টি বড় কোম্পানির কর্মকর্তা ও
কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব
বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান মঙ্গলবার স্বাভাবিক
ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলসংক্রান্ত এ বিশেষ আদেশ জারি করেন।
একই সঙ্গে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ইউনিলিভার
বাংলাদেশসহ সকল মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও অনলাইনে রিটার্ন
জমা দেওয়া বাধ্যতামূলক করেছে রাজস্ব খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।
স্বাভাবিকভাবে ব্যক্তি করদাতাদের ইলেকট্রনিক মাধ্যমে
রিটার্ন দাখিলসংক্রান্ত এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে, ২০২৩
সালের আয়কর আইনের ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড চার ধরনের ব্যক্তি করদাতাদের
ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে আয়কর দাখিল বাধ্যতামূলক করল।
তালিকায় রয়েছেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর
ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সব
সরকারি কর্মচারী। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও
কর্মচারী। তৃতীয়ত
দেশের সব মোবাইল টেলিকম সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত
কর্মকর্তা বা কর্মচারীদেরও অনলাইনে রিটার্ন দিতে হবে।
এর আগে গত সোমবার দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রশাসনের
বিভিন্ন দাপ্তরিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তি চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ
ইউনূসের সঙ্গে এনবিআর চেয়ারম্যানসহ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে
বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তাদের ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে আয়কর
রিটার্ন জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বড় শিল্পগ্রুপগুলোকেও ই-রিটার্ন জমা দেওয়ার বিষয়ে
উৎসাহিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের এক দিন পর এনবিআর বিশেষ
আদেশ জারি করল।