× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাংক ও আইএমএফের সভা

সাড়ে ৪ বিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রত্যাশা বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে দীপক দেব

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ০৯:৩৪ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১১:২৪ এএম

সাড়ে ৪ বিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রত্যাশা বাংলাদেশের

সাড়ে ৪ বিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রত্যাশা নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে আইএমএফ থেকে ৩ বিলিয়ন এবং বিশ্বব্যাংক থেকে দেড় বিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য সংকট, আসন্ন মার্কিন নির্বাচন আর চলমান আর্থিক টানাপড়েনের মধ্যেই সোমবার ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত সভা চলবে।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় এরই মধ্যে যোগ দিয়েছে। দলটির নতুন অর্থায়ন পদ্ধতি এবং সংস্কারের শর্ত নিয়ে আলোচনা করতে মূল অনুষ্ঠানের ফাঁকে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, বিশ্বব্যাংক গ্রুপের বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি এজেন্সি (এমআইজিএ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কানট্রিজ (ওপেক) ও আরও কয়েকটি সংস্থার সঙ্গে নানা ইস্যুতে দ্বিপক্ষীয় বৈঠক করবে।

অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী দলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী এবং অর্থ উপদেষ্টার একান্ত সচিব (পিএস) আসিফ ইকবাল।

এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ইকোনমিক মিনিস্টার মো. ফজলে রাব্বী।

২২ অক্টোবর মঙ্গলবার ভি২০ খ্যাত ভালনারেবল টোয়েন্টি ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেবেন অর্থ উপদেষ্টা। বুধবার (২৩ অক্টোবর) সকালে অর্থ উপদেষ্টার দুটি বৈঠক রয়েছে। একটি বৈঠক ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুল হামিদ আল খলিফার সঙ্গে। অন্যটি দ্বিপক্ষীয় বৈঠক, যা হবে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজের সঙ্গে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হবে ভি২০ মিনিস্ট্রিয়ালের দ্বিতীয় বৈঠক। আর শুক্রবার (২৫ অক্টোবর) বৈঠক রয়েছে দুটি। সকালে প্লেনারি অধিবেশনে যোগ দেবেন অর্থ উপদেষ্টা। আর বিকালে তার বৈঠক রয়েছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুইনের সঙ্গে।

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার শেষ দিন ২৬ অক্টোবর বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ডের সঙ্গে অর্থ উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। এর পরদিন অর্থ উপদেষ্টার ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার কথা রয়েছে।

এদিকে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার প্রথম দিন মোট আটটি সেশন অনুষ্ঠিত হয়। যেখানে মুদ্রানীতি, সামাজিক নিরাপত্তা, জলবায়ুসহ নানান বিষয়ে আলোচনা হয়। এ সময় আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানো জর্জিয়েবা বলেন, আগামী দিনে সংস্থাটির অর্থায়নে গুরুত্ব পাবে দারিদ্র্য বিমোচন আর আর্থিক সংস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা