× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার স্থিতিশীল রাখতে যৌক্তিক মুনাফা করার আহ্বান ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৫৭ পিএম

এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে বৃহস্পতিবার নিত্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রশাসক মো. হাফিজুর রহমান। প্রবা ফটো

এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে বৃহস্পতিবার নিত্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রশাসক মো. হাফিজুর রহমান। প্রবা ফটো

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পণ্য হাতবদলের ধাপ কমিয়ে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংগঠনের মতিঝিল কার্যালয়ে নিত্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসক মো. হাফিজুর রহমান এ আহ্বান জানান।

এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়ে। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের অস্বস্তিতে ফেলছে। সরবরাহ ব্যবস্থায় কয়েক ধাপে পণ্য হাতবদলের কথা আমরা শুনেছি। অনাবশ্যক হাতবদল কমিয়ে কীভাবে যৌক্তিক মূল্যে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাজারে ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। সরবরাহ সংকটও কমতে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাসহ বিভিন্ন বাজার সমিতির নেতা, বাজার বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও করপোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. ঊর্মি বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সহসভাপতি হাজী মো. মাজেদ, কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরীসহ অন্য ব্যবসায়ীরা। 

উল্লেখ্য, এফবিসিসিআইর বাজার মনিটরিংয়ে দেখা যায়, গত রবিবার কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। খাসির মাংসের কেজি ১ হাজার টাকা। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং সোনালি মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। ডিমের ডজন ১৬৫ টাকা। এ ছাড়া প্রতি কেজি আলুর দাম ৫৫ টাকা, বেগুন ৮০, কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০, দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা