প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১২:৪১ পিএম
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রবিবার (৬ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে ৩০ দিনের জন্য তাদের হিসাবগুলো স্থগিত রাখতে বলা হয়েছে। বিএফআইইউসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
হিসাব স্থগিতের তালিকায় পরিবারের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ আজিজ খানের স্ত্রী আঞ্জুমান আজিজ খান, তিন কন্যা আয়েশা আজিজ খান, আদিবা আজিজ খান ও আজিজা আজিজ খান, চার ভাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ফরিদ খান, লতিফ খান ও জাফর উম্মেদ খান এবং ভাইদের ছেলে ফয়সাল করিম খান ও সালমান খান। তারা সবাই সামিট গ্রুপের পরিচালক।
চিঠিতে আরও বলা হয়েছে, এই১১ জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য জব্দ রাখতে হবে।
চিঠিতে প্রত্যেকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ উল্লেখ করে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।