প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২০:১৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২০:১৫ পিএম
অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো
সোনালী পেমেন্ট গেটওয়ের
মাধ্যমে শিক্ষার্থীদের বেতন-ভাতা, ভর্তি , পরিক্ষার ফি সহ যাবতীয় ফি জমার লক্ষ্যে
সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে বগুড়া বীর বিক্রম লে. আহসানুল হক ডিগ্রী কলেজের চুক্তি
স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর)
বীর বিক্রম লে. আহসানুল হক ডিগ্রী কলেজ বগুড়ার অডিটোরিয়ামে একটি সমঝোতা স্বাক্ষর চুক্তি হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জনাব মোহা. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস বগুড়ার জেনারেল ম্যানেজার মো. রশিদুল
ইসলাম এবং ব্যাংকের পক্ষে চুক্তি সম্পাদনকারী সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস
বগুড়া নর্থ এর ডেপুটি জেনারেল মো. মামুনুর রশীদ ভূ্ঁইয়া।
এছাড়াও বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, বগুড়া সাউথ এর ডিজিএম মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী,
স্থানীয় সান্তাহার শাখার ম্যানেজার প্রবাল কুমার তালুকদার, কলেজের শিক্ষক, কর্মচারী
ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে
মো. রশিদুল ইসলাম বলেন, ‘বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রী কলেজের
সঙ্গে সোনালী ব্যাংক পিএলসির এ চুক্তি স্বাক্ষরের ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে, তথা
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এখন থেকে শিক্ষার্থীরা বেতন ভাতা, পরিক্ষার ফি সহ যাবতীয়
সব ফি জমার মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আদায় ও হিসাবায়ন সহজীকরণসহ বিবিধ ডিজিটাল মোবাইল
ব্যাংকিং সেবা প্রদান সহজতর হবে।’
আলেয়া ফেরদৌসের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ছাড়াও ব্যাংকের
বিবিধ সেবা গ্রহন। শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং ও স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার বিষয়ে
উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন।