সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৭ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৭ এএম
ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজিত প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর সিরাজগঞ্জ পর্বের চূড়ান্ত বিতর্ক ও সমাপনী শনিবার (২৮ সেপ্টেম্বর) শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
‘প্লাস্টিকের ব্যবহারে গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকাকে’ প্রতিপাদ্য করে হওয়া ফাইনাল বিতর্কে সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। বিজিত দলের যাবির ইবনে হক ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুল থেকে মোট ১৬টি দল দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয়। শেষদিনে কর্মশালায় অংশ নেয় আড়াই শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতার পাঁচটি পর্যায়ে শিক্ষার্থীরা প্লাস্টিকের টেকসই ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে তাদের বিষয়ে তাদের জ্ঞান, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বিতর্কের দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান। এ সময় তিনি জানান, বিতর্কের মাধ্যমে যেকোনো সমস্যার বিশ্লেষণে শিক্ষার্থীদের জড়িত করার গুরুত্ব তুলে ধরেন। প্লাস্টিক দূষণের ক্রমবর্ধমান সমস্যা মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার উপর জোরারোপ করা হয়।
তিনি বলেন, ‘প্লাস্টিক দূষণ শুধু একটি পরিবেশগত সমস্যা নয়; এটা আমাদের উন্নত ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জ। যদিও দেশের প্রচলিত নীতি এবং আইনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তথাপি তরুণ প্রজন্মের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ আশু প্রয়োজন।’
এসময় শিক্ষার্থীদের বিপুল সাড়া এবং গঠণমূলক চিন্তাভাবনা দেখে আনন্দ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বিতর্ক করে, আপনি শুধু একটি সমস্যা নিয়ে আলোচনা করছেন না – আপনি সমাধানের অংশ হয়ে উঠছেন। আমি আত্মবিশ্বাসী যে শিক্ষার্থীরা আজ এখানে যে ধারনা এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তা রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি ও কর্মপদ্ধতি প্রণয়নে অবদান রাখবে।’
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল গফুর, প্লাস্টিকের টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশের উন্নয়নে সাধারন মানুষের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই তৃণমূল পর্যায়ে শুরু হয় এবং এই লড়াইয়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আমাদের সমাজের প্রতিটি সদস্যকে জড়িত করা অপরিহার্য। আজকের বিতর্কে কিশোরবয়সী শিক্ষার্থীরা যে অন্তর্দৃষ্টি এবং যুক্তি প্রকাশ করল তা পরিবেশ সচেতন সমাজব্যবস্থা গড়ে তুলতে আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করে তুলেছে।’
এসময় তিনি বিতর্কে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের দৈনন্দিন ও পারিবারিক জীবনে নিয়ে চর্চা করার আহ্বান জানান।