প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
কৃষি মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩টি জেলার ২ লাখ ৩০ হাজার কৃষককে
রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা এবং খরচ দেবে সরকার। একই সঙ্গে বসতবাড়িতে আগাম
শীতকালীন সবজি চাষের জন্য বীজও সরবরাহ করা হবে। বিকাশ অ্যাপের মাধ্যমে এসব অর্থ দেওয়া
হবে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বর্ষণে
গত ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ২৩টি জেলা ক্ষতিগ্রস্ত
হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা,
ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার,
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, নাটোর, খুলনা, নড়াইল, বাগেরহাট
এবং যশোর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্যার ফলে ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন
কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে মোট ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর এবং আক্রান্ত
ফসলি জমির পরিমাণ ৩৭ লাখ ২ হাজার ৭৩৩ হেক্টর। যার মধ্যে আউশ ৩৮ হাজার ৬৮৯ হেক্টর, রোপা
আমন ১ লাখ ৪১ হাজার ৬০৯ হেক্টর, বোনা আমন ৭৬৪ হেক্টর, রোপা আমন বীজতলা ১৪ হাজার ৯০৮
হেক্টর, শাকসবজি ১১ হাজার ২৯০ হেক্টর এবং অন্যান্যসহ সর্বমোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ
২ লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যা পরিস্থিতি
মোকাবিলায় ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে জিও করা
হয়েছে। এ পুনর্বাসনের আওতায় ৯ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে বিনামূল্যে
রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা এবং খরচ বাবদ মোট ১৩ কোটি ৬৬ লাখ টাকা দেওয়া
হবে। যা জনপ্রতি কৃষক পাবে ১ হাজার ৭০৭ দশমিক ৫ টাকা (চারা/বীজ এবং ১০ কেজি ডিএপি ও
১০ কেজি এমওপি এবং বীজ বপন ও অন্যান্য বাবদ ১ হাজার টাকা সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে)।
এ ছাড়াও বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২টি জেলায় ১ লাখ
৫০ হাজার কৃষককে ৫ শতাংশ জমিতে চাষের জন্য জনপ্রতি ১ হাজার ৫২৩ টাকা (বিভিন্ন জাতের
৫২০ টাকার সবজি বীজ ও অন্যান্য বাবদ ১ হাজার টাকার সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে) দেওয়া
হবে। এতে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৮৪ লাখ টাকা।