× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেয়ারম্যান পরিবর্তন করল মার্কেন্টাইল ব্যাংকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৯ এএম

চেয়ারম্যান পরিবর্তন করল মার্কেন্টাইল ব্যাংকে

অভ্যন্তরীণ দ্বন্দ্বে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব রদবদল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংরে হস্তক্ষেপ ঠেকাতে চেয়ারম্যান পরিবর্তন করেছে ব্যাংকটি। আওয়ামী লীগের সাবেক এমপি এবং বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক।  

রবিবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে মো. আনোয়ারুল হক ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।

মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল। দীর্ঘদিন তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের বেশির ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর অনেক ব্যাংকের পর্ষদ ভেঙে দিলেও এই ব্যাংকটির পরিচালনায় তেমন পরিবর্তন আসেনি। তবে ব্যাংকটির ভেতরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে অস্থিরতা চলছিল। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদে হস্তক্ষেপ করতে পারে এমন ভয় ছিল পরিচালকদের মধ্যে। তাই তড়িঘড়ি করে আগের চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট  প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর থেকে আত্মগোপনে গিয়ে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার। নতুন গভর্নর হিসেবে যোগ দেন ড. আহসান এইচ মনসুর। তিনি এসে ব্যাংকিং খাত পুনর্গঠন শুরু করেন। বিশেষ করে ব্যাংক দখলমুক্ত করতে উদ্যোগ নেন। 

কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এগুলো হলো – ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি এবং এক্সিম ব্যাংক । এ ছাড়া কয়েকটি ব্যাংক নিজেদের মতো করে পর্ষদ পুনর্গঠন করে নিয়েছে। এরপরও কেন্দ্রীয় ব্যাংকের হাতে যেসব ব্যাংকে ব্যাপক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের তথ্য রয়েছে পর্যায়ক্রমে সেসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা