× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসিবির নতুন চেয়ারম্যান শরীফ জহীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৫ পিএম

শরীফ জহীর। ছবি : সংগৃহীত

শরীফ জহীর। ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তা শরীফ জহীর। শনিবার (৩১ আগস্ট) ব্যাংকের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া তরুণ শিল্পোদ্যোক্তা মো. তানভীর খান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. ইউসুফ আলী ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান এবং ওবায়দুর রহমান অডিট কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন।

ইউসিবির নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ জহীর একজন সিআইপি। তিনি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নেতৃত্বে অনন্ত গ্রুপের বার্ষিক টার্নওভার বা লেনেদন ৪০০ মিলিয়ন তথা ৪০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মোট ৩১ হাজার জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রের অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি অনন্ত টেরেসের মতো টেকসই উদ্যোগেরও প্রতিষ্ঠাতা। শরীফ জহীর বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সহসভাপতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা