প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:২৭ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২১:১৪ পিএম
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালের সব হিসাব সচল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখার (সিআইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই’র সাবেক এ সভাপতির ব্যাংক হিসাব এতদিন স্থগিত ছিল।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এনবিআর থেকে ছাড়পত্র দিয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় । এর পরিপ্রেক্ষিতে এসব ব্যাংক হিসাব সচল করে বাংলাদেশ ফিন্যন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ)।
গত মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবদুল আউয়াল মিন্টু আইনজীবীর মাধ্যমে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেন। সেই চিঠির আইনগত দিক পর্যালোচনার পর তার ব্যাংক হিসাব অবমুক্তের আদেশ দেয় এনবিআর। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে মিন্টু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছিল।
তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।
এর আগে গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।