প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৯:৫৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২১:৪৯ পিএম
দেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তা ও কিস্তি ছাড় দেওয়ার ঘোষনা দিয়েছে দুটি ব্যাংক।
শনিবার (২৪ আগস্ট) জরুরি বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্র্যাক ও প্রাইম ব্যাংক।
জানা গেছে, বন্যার্তদের জন্য ২ কোটি টাকার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটির চেয়ারম্যান তানজিল চৌধুরী জানান, ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রাইম ব্যাংক শনিবার একটি জরুরি বোর্ড সভার আয়োজন করে। সভায় পরিচালনা পর্ষদ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর উদ্বেগ ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। এমন সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পর্ষদ ২ কোটি টাকার একটি ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে। এই ত্রাণ সহায়তা বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর কাছে পাঠানো হবে, যারা বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, ‘বানভাসি মানুষদের কষ্টে আমরা গভীরভাবে মর্মাহত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা আমাদের কর্তব্য। আমরা বিশ্বাস করি আমাদের চেষ্টা (ত্রাণ) ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করতে সাহায্য করবে।’
এদিকে বিমান বাহিনীর মাধ্যমে ৫ কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার এসএমই ও কৃষি খাতের ঋণ গ্রহীতাদের কিস্তি সাময়িক মওকুফ করেছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন বলেন, ইতোমধ্যে আমরা বাংলাদেশ এয়ার ফোর্সের (বিমান বাহিনী) মাধ্যমে ৫ কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শবিরার ব্যাংক বন্ধ থাকার কারণে রবিবার টাকাটা স্থানান্তর করব। তারা বন্যাকবলিত মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় ব্যবহার করবে। পাশাপশি ওই এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষি ঋণ নেওয়া গ্রাহকদের কিস্তির মেয়াদ বাড়ানো হবে। এখন তারা কিস্তি না দিলেও খেলাপি হবেন না। গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে কিস্তির সময়সীমা নির্ধারণ করা হবে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, ব্যাংক, এমএফএস ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।