প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৮:২১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৮:৫৮ পিএম
সোমবার প্রবাসী হেলিকপ্টারের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। প্রবা ফটো
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট প্রবাসী হেলিকপ্টার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সোমবার (১৯ আগস্ট) প্রবাসী হেলিকপ্টারের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। যেখানে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ও সেবা প্রদানের অঙ্গীকার করা হয়েছে।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক মাহমুদ হাসান এবং প্রবাসী হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজেদ আল-হাসান চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় প্রবাসীদের স্বার্থ বিবেচনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে স্থানীয় অতিথিসহ দেশে ভ্রমণ করতে আসা বা বসবাসকারী বিদেশি, বাংলাদেশিদের চাহিদা ও পছন্দের সমাধানে ঢাকা রিজেন্সির প্রতিশ্রুতি তুলে ধরে।