× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার অজুহাতে ঊর্ধ্বমুখী সবজি, ডিম, মুরগির দাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৭:০৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সম্প্রতি দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েকদিন পণ্যসামগ্রীর দাম কমার প্রবণতা থাকলেও বন্যার অজুহাতে তা ফের বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেগুন, পেঁপে, কাঁচামরিচ, লাউ, ডিম, ব্রয়লার এবং সোনালি মুরগির দাম। শুক্রবার রাজধানীর তেজগাঁও পূর্ব নাখালপাড়া, মহাখালী ও কুড়িল বিশ্বরোডের কেবি মুক্তিযোদ্ধা কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। 

গতকাল বাজারগুলোয় প্রতি কেজি গোল বেগুনের দাম ৪০ টাকা বেড়ে ১২০ টাকা, লম্বা ও সাদা বেগুনে ৩০ টাকা বেড়ে ১০০ টাকা ও পেঁপে ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম বৃদ্ধি সম্পর্কে মহাখালী বাজারের সবজি বিক্রেতা ফয়েজ উদ্দিন বলেন, গত শনিবারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হয়েছে ৮০ টাকায়। (আজ) শুক্রবার এক কেজি বেগুন কিনতে হয়েছে ১১০ টাকায় ও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। লম্বা ও সাদা গোল বেগুন গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা, এগুলোর দামও ১০০ টাকা কেজি। তিনি বলেন, গত শনিবারে কাঁচামরিচের কেজি ছিল সাড়ে তিনশ থেকে চারশ টাকা। মাঝখানে কিছুটা কমলেও গতকাল তা ২৮০-৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে মুখিকচি ৬০-৭০ টাকা কেজি, পটোল ৫৫-৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪৫-৫০ টাকা, ধুন্দল ৫৫-৬০ টাকা, টমেটো ১৫০-১৬০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, করলা ৭০-৮০ টাকা, চালকুমড়া ৪০-৫০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা, দেশি শসা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা ওসমান গনি বলেন, গোল বেগুন ১২০, লম্বা ও সাদা বেগুন ১০০, চিচিঙ্গা ৫০, দেশি গাজর ১৬০, লতি ৭০, লাউ ৭০, কাঁকরোল ৭০, ঝিঙা ৮০ টাকা। বাজারগুলোতে পেঁয়াজ ১১০, রসুন ১৮০, আদা ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ১০ টাকা বেড়ে ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও ছোটদানার মসুর ডাল ১৩০ ও বড় দানার ১০৫ ও মুগডাল ১৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পূর্ব নাখালপাড়া বাজারের বিপ্লব ট্রেডার্সের মালিক আবু রায়হান বিপ্লব বলেন, ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে ১৭০ টাকা, সোনালি মুরগি ২০ টাকা বেড়ে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা কেজি। তা ছাড়া বাজারগুলোতে ফার্মের মুরগির লাল ডিমের ডজন ১৬০-১৬৫, সাদা ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজারগুলোয় দুই কেজি ওজনের রুই মাছের কেজি ৩৫০ টাকা, বড় সাইজের তেলাপিয়ার কেজি ২৪০ থেকে ২৮০ টাকা, পাঙাশ সাইজভেদে কেজি ১৮০-২২০ টাকা, ট্যাংরা ৬০০-৬৫০ টাকা, রুই মাছ ৩০০-৩২০ টাকায় বিক্রি হয়েছে। 

কুড়িল বিশ্বরোডের কেবি মুক্তিযোদ্ধা বাজারের বিক্রেতা লতিফুর রহমান বলেন, কাঁচামরিচ বৃহস্পতিবার যে দামে বিক্রি হয়েছে সেই তুলনায় শুক্রবারে কেজিতে ২০ টাকা বেড়েছে। বর্তমানে ২৮০-৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটোর দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, কাঁচামরিচ ও টমেটোর জন্য ভারতের ওপর নির্ভর করতে হয়। ভারত মরিচ না দিলে একদিনেই দাম বেড়ে যায়। সপ্তাহে ৪ দিন ভারত থেকে কাঁচামরিচ আসে জানিয়ে তিনি বলেন, আমাদের দেশি মরিচের দাম আরও বেশি। আর দেশে মরিচের চাষও কম। 

তিনি বলেন, এখন কয়েকটি জেলায় বন্যা হচ্ছে এটিকে উপলক্ষ করে সবজির দাম কিছুটা বাড়তে শুরু করেছে। বিশেষ করে লাউ, ঢ্যাঁড়শ, পটোলের দাম বেড়েছে। তিনি বলেন, সবজির দাম এ সপ্তাহে আবার বেড়ে যেতে পারে। 

এদিকে পাড়া-মহল্লার দোকানগুলোতে মোটা, সরু ও মাঝারিসহ সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা ও চায়না ইরি) ৫২-৫৫ এবং মাঝারি চাল (বিআর-২৮ ও পাইজাম) ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সরু চালের কেজি (মিনিকেট ও নাজিরশাইল) বিক্রি হচ্ছে ৬৪-৭৮ টাকায়। গত মাসে মোটা চালের কেজি ছিল ৫০-৫৩ এবং মাঝারি চালের কেজি ছিল ৫৪-৫৬ টাকা। তখন সরু চালের কেজি ছিল ৬২-৭৬ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা