প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৬:১১ পিএম
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। ফাইল ফটো
গত কয়েকদিন ধরেই পূর্বাঞ্চলের বন্যার ভয়াবহতার চেহারা দেখছি। পাশাপাশি এও দেখছি সত্যি মানুষ-মানুষের জন্য। এ কথাটির যেন বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। দুর্যোগে-দুঃসময়ে জেগে ওঠে সাহসী মানুষ। একেই বলে সামাজিক পুঁজি। অতীতেও এমন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে এসে মানুষকে দাঁড়াতে দেখেছি।
বর্তমান বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবার প্রসংশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এবারে তারুণ্যের সাংগঠনিক শক্তির বিপুল বিস্ফোরণ নতুন রূপে দেখতে পাচ্ছি উল্লেখ করে আজ শনিবার তার দেওয়া পোস্টে আরো লেখেন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্ষুদে ও মাঝারি উদ্যোক্তার বন্যার্তদের জন্য ত্রাণ, উদ্ধার পরিবহন, নৌকো, স্পিটবোট, হেলিকপ্টারসহ যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসতে দেখে মনে আশা জাগছে আমরা পারবো। প্রবাসিরাও পিছিয়ে নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন ও টিএসসিতে যেভাবে সাধারন মানুষ দলে দলে এসে ত্রাণ ও অর্থ দেবার প্রতিযোগিতায় নামতে দেখলাম তা সত্যি অনন্য।
কৃষির পুনর্বাসন, খাদ্যসংকট মোকাবেলা, স্কুল-কলেজ মেরামতের জন্য প্রচুর অর্থের সমাবেশ করতে হবে জানিয়ে ড. লেখেন, আমাদের সামাজিক এই পুঁজি অক্ষয় হোক। মানবতার ডাকে সাড়া দিতে আরও অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন অর্থ সংগ্রহ করতে শুরু করেছে। তারা এর পরের পর্বের কাজে নামবে। বন্যার পানি নেমে গেলে বাড়ি-ঘর পুনঃনির্মাণ, কৃষির পুনর্বাসন, খাদ্যসংকট মোকাবিলা, স্কুল-কলেজ মেরামতের জন্য প্রচুর অর্থের সমাবেশ করতে হবে। সরকারের বাইরে সমাজকেও এই বন্যা পরবর্তী দেশগড়ার কাজে একযোগে এগিয়ে আসতে হবে। এই বন্যায় গবাদি পশুর বড় ক্ষতি হয়ে গেছে। বেশির ভাগ পুকুরের মাছ বানের পানিতে ভেসে গেছে গেছে। যাদের এসব হারিয়ে গেছে তাদের জন্য ক্ষুদ্র পুঁজির সরবরাহ নিশ্চিত করতে হবে। আর যেসব পরিবারের সদস্যদের প্রাণ গেছে তাদের প্রাণে নতুন করে মানবিকতার পরশ এই সমাজকেই দিতে হবে।
তিনি লেখেন, সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয় প্রাকৃতিক এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে লড়াকু এই বাংলাদেশ। মানবিক চেতনার এই বিস্ফোরণ সত্যি আশা জাগানিয়া। ধর্ম, বর্ণ, ধনী, গরিব সবার এই বিপর্যয়ের শিকার। আসুন সবার পাশেই দাঁড়াই।